প্যাকেজ সুবিধা নিন তাহলে, স্বয়ংক্রিয়ভাবে আপনার পছন্দ করা পাত্রপাত্রী'র বায়োডাটাতে থাকা বিয়ের প্রস্তাব পাঠান বাটন চাপলেই বিয়ের প্রস্তাব চলে যায় এবং ফোন, মোবাইল নম্বর দেখুন বাটন চাপলেই ফোন, মোবাইল নম্বর দেখা যায়
ঘটকরা বায়োডাটা খাতা নিয়ে পাত্র পাত্রী’র বাড়ীতে গিয়ে গুনকীর্তন করেন আর পাত্রপাত্রী বিডি.কম বায়োডাটা নিয়ে অনলাইনে মুঠোফোনে এবং কম্পিউটারে পাত্র, পাত্রী ও অভিভাবকের কাছে হাজির হয় - যা ঘটক পদ্ধতির অনলাইন প্লাটফম। রেজিষ্ট্রেশন ফরমে পাত্র পাত্রী’র তথ্য, ছবি, মোবাইল নম্বর (আবেদনকারীর 1টি অভিভাবকের 2টি) দিয়ে পুরন করলে বায়োডাটা ও একাউন্ট তৈরী হয় এবং বায়োডাটাটি স্বয়ংক্রিয়ভাবে প্রচারিত হয়, ফলে যারা পাত্র পাত্রী খুঁজছেন তারা বায়োডাটাটি দেখে পছন্দ করলে বায়োডাটাতে থাকা ফোন / মোবাইল নম্বরে এবং অনলাইনে একাউন্টে বিয়ের প্রস্তাব পাঠিয়ে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিয়ে বিয়ে করতে পারবেন। -মোঃ আবু সাইদ প্রামানিক। আমি শখের বশে 2012 সালে www.PatroPatriBD.com কিনে লেখালেখি করতাম। বর্তমানে অনলাইনে বিয়ের ঘটকালী সফটওয়ার চালু করেছি। ব্যবহার পদ্ধতি খুবই সহজ ও সম্পুর্ন বাংলায়। এটি আমার নিজস্ব ইলেকট্রনিক্স দোকান থেকে পরিচালনা করি।